
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আসানসোলকে না বলেছিলেন বিজেপি প্রার্থী পবন সিং। এবার সেই ভোজপুরি অভিনেতা এবং গায়ককেই সাসপেন্ড করল বিজেপি। তিনি এবার এনডিএ-র বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। বিহারের কারাকাট লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন পবন সিং। তাঁর বিরুদ্ধে লড়বেন এনডিএ প্রার্থী রাষ্ট্রীয় লোক মোর্চার উপেন্দ্র খুশওয়াহা। বিজেপির পক্ষ থেকে বলা হয় এনডিএ প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার ফলেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হল। ১ জুন এই লোকসভা কেন্দ্রে ভোট হবে। এবিষয়ে পবন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নিজের মায়ের কাছে রাখা প্রতিজ্ঞার জন্যেই তিনি ভোটে লড়ছেন। দেশ এবং সমাজের উন্নতি করাই তাঁর প্রধান টার্গেট।